আইপিএল বেটিং : সাবেক ভারতীয় কোচসহ গ্রেপ্তার ১৯ | Daily Chandni Bazar আইপিএল বেটিং : সাবেক ভারতীয় কোচসহ গ্রেপ্তার ১৯ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ এপ্রিল, ২০১৯ ২০:০৫
আইপিএল বেটিং : সাবেক ভারতীয় কোচসহ গ্রেপ্তার ১৯
অনলাইন ডেস্ক

আইপিএল বেটিং : সাবেক ভারতীয় কোচসহ গ্রেপ্তার ১৯

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেটিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের জাতীয় নারী দলের সাবেক কোচ তুষার অরোতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযোগে তিনি ছাড়াও আরো ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, দেশটির ভাদোদরার একটি ক্যাফে থেকে সাবেক কোচ তুষার অরোতকে গ্রেপ্তার করা হয়। ওই সময় অরোতের সঙ্গে ছিলেন গ্রেপ্তারকৃত অন্যরা। এদের প্রত্যেকেই আইপিএলে বেটিংয়ের সঙ্গে জড়িত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি গাড়ি আটক করা হয়েছে। সবগুলোই বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া তাদের কাছে থাকা একটি প্রজেক্টরও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এ ব্যাপারে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জেএস জাদেজা জানিয়েছেন, দিল্লি ক্যাপিট্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচ চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তুষারের সঙ্গে আরও ১৮ জনকে গ্রেপ্তারের বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি ক্যাফেতে হানা দিয়ে আমরা তুষারসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছি। তাদের ফোন ও যানবাহন জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ভারতীয় নারী দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বে গেল বছরের জুলাইয়ে কোচের চাকরি হারান তুষার।