মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে বড় শাস্তির মুখে পড়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। আদালতের রায় হওয়ার আগেই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি) তাকে জরিমানার শাস্তি শুনিয়েছে। জরিমানার অংক বিশাল- সাড়ে ৭ হাজার ডলার; বাংলাদেশি মুদ্রায় যা ৬ লাখ ৩২ হাজার টাকার মতো। খেলোয়াড় চুক্তি বিধি ভঙ্গ করায় তার বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করেছে এসএলসি।
করুনারত্নের নেতৃত্বেই শ্রীলঙ্কার বিশ্বকাপে যাওয়ার কথা ছিল। লঙ্কান বোর্ডের সম্পাদক মোহন ডি সিলভা জানান, 'আপনি যখন বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছন এবং আমরা আসন্ন ঘরোয়া টুর্নামেনন্ট (সুপার প্রভিন্সিয়াল) প্রচুর অর্থ ব্যয় করছি তখন এমন ধরনের বোকামি আমরা মেনে নিতে পারি না।'
মদ্যপ অবস্থায় ব্যক্তিগত গাড়ি চালানোর সময় গত রবিবার কলম্বোর কাছে বোরেলা শহরে এক সড়ক দুর্ঘটনা ঘটান করুনারত্নে। এ সময় তার গাড়ি একটি থ্রি হুইলারকে ধাক্কা দিলে চালক আহত হন। এরপর আহত চালককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। দুর্ঘটনার পর করুনারত্নকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। তার লাইসেন্স স্থগিত করা হয়।
এমন ঘটনা সহ্য করা হবে না এবং যাতে এর পুনরাবৃত্তি না ঘটে তারই কঠিন বার্তা হিসেবে বড় বড় পরিমানের আর্থিক জরিমানা করেছে এসএলসি। এর মাধ্যমে খেলোয়াড়দের কাছেও একটা ‘শক্ত বার্তা’ পাঠাতে চায় বোর্ড। সিলভা বলেন, 'আমরা কেবলমাত্র সকলের কাছে একটা কঠিন বার্তা পাঠাতে চাই।'