মা দিবসে চীনে মুক্তি পাচ্ছে শ্রীদেবীর ‘মম’ | Daily Chandni Bazar মা দিবসে চীনে মুক্তি পাচ্ছে শ্রীদেবীর ‘মম’ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ এপ্রিল, ২০১৯ ১৯:২১
মা দিবসে চীনে মুক্তি পাচ্ছে শ্রীদেবীর ‘মম’
অনলাইন ডেস্ক

মা দিবসে চীনে মুক্তি পাচ্ছে শ্রীদেবীর ‘মম’

এবারের মা দিবসে চীনে মুক্তি পাচ্ছে বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর সর্বশেষ সিনেমা ‘মম’। আগামী ১০ মে মা দিবস। এর আগে অবশ্য ২২ মার্চ মুক্তির দিন নির্ধারিত হয়েছিল। পরে পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হলো।

জি স্টুডিওস ইন্টারন্যাশনালের বাজারজাতকরণ ও সরবরাহ বিভাগের প্রধান বিভা চোপড়া বলেছেন, “বিশেষ সিনেমা ‘মম’ চীনে মুক্তি দেওয়ার জন্য আমরা একেবারে পারফেক্ট দিন পেয়েছি। এ সিনেমার বিশাল বাজার রয়েছে। পৃথিবীর সব মাকে উৎসর্গ করে আমরা ১০ মে দিনটি বেছে নিয়েছি।”

রবি উদয়ার পরিচালিত ‘মম’ ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেন শ্রীদেবী, যিনি গণধর্ষণের শিকার সৎমেয়ের পক্ষে সুবিচার চান। না পেয়ে হয়ে ওঠেন প্রতিশোধপরায়ণ।

এর আগে পোল্যান্ড, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও চেক রিপাবলিকসহ ৪০টি দেশে ‘মম’ মুক্তি দিয়েছিল জি স্টুডিওস ইন্টারন্যাশনাল।

‘ইংলিশ ভিংলিশ’-এর পাঁচ বছর পর ২০১৭ সালে ‘মম’ ছবিতে অভিনয় করেন ‘ভারতের প্রথম নারী সুপারস্টার’ খ্যাত শ্রীদেবী। তাঁকে সর্বশেষ ‘জিরো’ সিনেমায় বিশেষ ভূমিকায় দেখা যায়। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মারা যান কিংবদন্তি এই অভিনেত্রী। সূত্র : ইন্ডিয়া টিভি