হিংসাত্মক ধর্ম হয়ে উঠেছে হিন্দুত্ব : উর্মিলা | Daily Chandni Bazar হিংসাত্মক ধর্ম হয়ে উঠেছে হিন্দুত্ব : উর্মিলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ এপ্রিল, ২০১৯ ১৭:৫৩
হিংসাত্মক ধর্ম হয়ে উঠেছে হিন্দুত্ব : উর্মিলা
অনলাইন ডেস্ক

হিংসাত্মক ধর্ম হয়ে উঠেছে হিন্দুত্ব : উর্মিলা

কংগ্রেসে যোগ দেওয়া বলিউড অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর বলেছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে হিন্দুধর্ম সবথেকে বেশি হিংসাত্মক হয়ে উঠেছে। যে ধর্ম সবথেকে বেশি শান্তিপ্রিয় ছিল, সেই ধর্মই আজ হিংসাত্মক হয়ে উঠেছে। মোদি সরকারের আমলে এটাই আমি সবথেকে বেশি ঘৃণা করি।’

দেশে মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই। দেশে হিংসাই একমাত্র পথ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই তাকে নিয়ে শুরু হয় ট্রোল। বছর কয়েক আগে এক কাশ্মীরি ব্যবসায়ীকে বিয়ে করেন উর্মিলা। তিনি কংগ্রেসে যোগ দেওয়ার পরই অনেক বলতে থাকেন তিনি নাকি ধর্মান্তরিত হয়েছেন। ফেসবুকে ট্রোলও শুরু হয়ে যায়।

 

এদিকে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, উর্মিলার জনপ্রিয়তায় ভয় পেয়েছে বিজেপি। তাই এ সব অপপ্রচার চালানো হচ্ছে তার নামে।