আনুষ্ঠানিকভাবে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসে যোগ দিয়েছেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। আজ শনিবার তিনি রাজধানী দিল্লিতে অবস্থিত ভারতীয় কংগ্রেসের সদর দফতরে তিনি কংগ্রেসে নাম লেখান। এসময় দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিরেন।
এসময় শত্রুঘ্ন নাম উল্লেখ না করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর সমালোচনা করেন। তিনি দলটিকে 'ওয়ান ম্যান শো ও টু ম্যান আর্মি' বলে কটাক্ষ করেন।
শত্রুঘ্ন সিনহা বলেন, আমি তাদের (বিজেপি) বোঝানোর চেষ্টা করেছিলাম যে দলের চেয়ে দেশ বড়, ব্যক্তির চেয়ে দল বড়। কিন্তু আমি এসব বলায় 'বিদ্রোহী' আখ্যা পেয়ে গেলাম। এর ফলে বাধ্য হয়ে বলতে হচ্ছে 'যদি সত্য বলাটা বিদ্রোহ হয় তবে আমি একজন বিদ্রোহী।'
সূত্র: টাইমস অব ইন্ডিয়া