ভারতের প্রথম দফা ভোটের দিনই মুক্তি পাবে 'পিএম নরেন্দ্র মোদি' | Daily Chandni Bazar ভারতের প্রথম দফা ভোটের দিনই মুক্তি পাবে 'পিএম নরেন্দ্র মোদি' | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ এপ্রিল, ২০১৯ ১৭:৫৫
ভারতের প্রথম দফা ভোটের দিনই মুক্তি পাবে 'পিএম নরেন্দ্র মোদি'
অনলাইন ডেস্ক

ভারতের প্রথম দফা ভোটের দিনই মুক্তি পাবে 'পিএম নরেন্দ্র মোদি'

১১ এপ্রিল শুরু হবে হবে ভারতের লোকসভা নির্বাচন। ওইদিনই মুক্তি পাবে মোদির জীবনী নির্ভর ছবি 'পিএম নরেন্দ্র মোদি'।

যদিও ওই তারিখে সিনেমাটি রিলিজ করতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে ওই ছবির রিলিজ আটকাতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। মামলা করেছেন কংগ্রেসের মুখপাত্র আমান পানওয়ার। আগামী সোমবার ওই মামলার শুনানি।

লোকসভা নির্বাচনের সময় মোদির জীবনী নির্ভর ছবি মুক্তি পেলে তা আচরণ বিধি লঙ্ঘন হবে বলে অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিরোধীরা।

 

প্রথমে জানা গিয়েছিল চলতি মাসের ১২ এপ্রিল তারিখ মুক্তি পাবে 'পিএম নরেন্দ্র মোদি'। পরে সেই দিন এগিয়ে ৫ এপ্রিল করা হয়। কিন্তু বৃহস্পতিবার ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে। ১১ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফা। সেই দিনই ছবিটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে।