১৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী | Daily Chandni Bazar ১৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ এপ্রিল, ২০১৯ ১৬:২৭
১৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক

১৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

কয়েক মাসের মধ্যে ১৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রবিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী। 

শিগগিরই দেড়শো নতুন আইসিইউ নির্মাণের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

তিনি বলেন, আগামী দুমাসের মধ্যে আমরা প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে সক্ষম হবো। আর কিছুদিন পরেই আরো ১০ হাজার চিকিৎসক আমরা নিয়োগ দিতে পারবো। 

তিনি আরও বলেন, এখন ৬০ শতাংশ সেবা দেওয়া হয় প্রাইভেট হাসপাতালগুলো, কিন্তু তারা অনেক বেশি দাম ধরে। আমরা আহ্বান করবো তাদের চার্জ যেনো কমিয়ে আনে।