দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির 'বাহুবলী'-কে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে হেভিওয়েট সিনেমা বললেও কম বলা হবে। যার ব্যপ্তি ছড়িয়ে পড়েছিল পৃথিবীর বিভিন্ন দেশে। অগাধ প্রশংসা কুড়িয়ে নিয়েছিল দর্শকমহলের। এবার 'বাহুবলী' খ্যাত পরিচালক এস. এস. রাজামৌলির নতুন সিনেমা হলো-‘আরাআরআর’।
রাজামৌলির নতুন ছবিতে অভিনয় করছেন ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণ তেজা, জুনিয়র এনটিআর এবং বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিছুদিন আগে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ইতোমধ্যে হায়দরাবাদে এর দুই ধাপের শুটিং শেষ হয়েছে। সম্প্রতি পুনেতে ত্রিশ দিনের টানা শুটিং করার পরিকল্পনা নিয়েছিলেন নির্মাতা। কিন্তু এর আগেই বাধল বিপত্তি। পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে বিশ্রামে যেতে হয়েছে রাম চরণকে। আর তাই শুটিং তিন সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।