শাওনের কথায় বর্ণ চক্রবর্তী'র বৈশাখী আনন্দ | Daily Chandni Bazar শাওনের কথায় বর্ণ চক্রবর্তী'র বৈশাখী আনন্দ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ এপ্রিল, ২০১৯ ১৬:৩৬
শাওনের কথায় বর্ণ চক্রবর্তী'র বৈশাখী আনন্দ
অনলাইন ডেস্ক

শাওনের কথায় বর্ণ চক্রবর্তী'র বৈশাখী আনন্দ

আসছে বৈশাখ। এটি বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।

নববর্ষকে কেন্দ্র করে দুই বাংলার শোবিজ অঙ্গনেও চলে তোরজোর। এবারও এর ব্যতিক্রম দেখা যাচ্ছে না। পাওয়া গেল নতুন গানের খবর। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক বর্ণ চক্রবর্তী। বৈশাখ উপলক্ষে গাইলেন 'বৈশাখী আনন্দ।' গানের কথা লিখেছেন তরুণ কবি মাহমুদ শাওন। এছাড়া গানের সুর ও ন্সঙ্গীত পরিচালনা করেছেন বর্ণ নিজেই।

বর্ণ চক্রবর্তী বলেন, বৈশাখের আবহে একটা গান করতে ইচ্ছে হলো। একটা রঙ চঙা গান হবে। পেয়েও গেলাম তেমন কথা। সুর ও সঙ্গীত আয়োজন করেছি সেভাবেই। দেখা যাক শ্রোতারা কেমন সাড়া দেয়।

মাহমুদ শাওন বলেন, কবিতা লিখি, কবিতাই তো হয়ে যায় গীতিকবিতা। বাঙালির ঐতিহ্যকে উপজীব্য করে লিখেছি আমার গানের কথা। 

‘বৈশাখী আনন্দ’ গানের একটা ভিডিও নির্মাণ করা হয়েছে। যেখানে অংশ নিয়েছেন বর্ণ চক্রবর্তী। আগামী ১২ এপ্রিল থেকে গানটি হিউজটিভির ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে