মিমির পক্ষে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা | Daily Chandni Bazar মিমির পক্ষে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ এপ্রিল, ২০১৯ ১৬:৩৭
মিমির পক্ষে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা
অনলাইন ডেস্ক

মিমির পক্ষে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা

নাম ঘোষণা পর গণসংযোগে নামেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। গণসংযোগ শুরুর পর থেকে বিজেপির বহু নেতাকর্মী মিমির পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেছেন। কিন্তু এবার তার পোশাকের পক্ষে কথা বললেন কলকাতার বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি বলেন, এই তো দেখলাম মিমি কটনের সালোয়ার পরে প্রচার করছেন। ভীষণই ভাল দেখাচ্ছে। আসলে বাইরে যা গরম তার জন্য সুতি বেছে নিয়ে ও ভাল করেছে। আর সালোয়ারে ও বেশি স্বচ্ছন্দ বোধ করছে। প্রতিটা মানুষেরই তো ব্যক্তিগত মতামত রয়েছে। ও ওঁর মতোই সেজেছে। এতে তো খারাপ কিছু নেই। বরং খুবই সুন্দর দেখাচ্ছে।

অগ্নিমিত্রা পাল কলকাতা তথা ভারতবর্ষের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। দেশ ছাড়িয়ে খ্যাতি ছড়িয়ে বিদেশেও। একটা সময় বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর পোশাকের ডিজাইন করতেন তিনি। এছাড়া বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী একটা সময় অগ্নিমিত্রা ডিজাইন করা পোশাক ভীষণ পছন্দ করতেন। ব্যাপকভাবে উৎসাহ জুগিয়েছিলেন তিনি।