‘সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন ক্রিমিনাল’ | Daily Chandni Bazar ‘সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন ক্রিমিনাল’ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ এপ্রিল, ২০১৯ ১৯:৩১
‘সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন ক্রিমিনাল’
অনলাইন ডেস্ক

‘সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন ক্রিমিনাল’

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন ক্রিমিনাল বলে মন্তব্য করেছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী ইয়েমেনের সক্রিয় মানবাধিকারকর্মী তাওয়াক্কুল কারমান। 

তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতে সৌদি যুবরাজ মোহামম্মদ বিন সালমান ও আবু ধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের বিচার করা উচিত। কারণ তারা আমার দেশে যা করছে সেটা যুদ্ধাপরা।’ খবর আল-জাজিরার।

আল জাজিরার এক প্রশ্নের জবাবে তাওয়াক্কুল কারমান বলেন, আমি সালমানের কাছ থেকে কিছুই জানতে চাই না কারণ সে আমার দেশটাকে ধ্বংস করে দিচ্ছে।

 

বিভিন্ন দাতব্য সংস্থাগুলোর হিসেব অনুযায়ী ইয়েমেন যুদ্ধে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, যুদ্ধের ফলে সৃষ্ট দুর্ভিক্ষের কারণে দেশটির প্রায় ৮৫ হাজার শিশু না খেয়ে মারা গেছে।