সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা, বাঁচালেন নিক | Daily Chandni Bazar সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা, বাঁচালেন নিক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ এপ্রিল, ২০১৯ ১৯:৪০
সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা, বাঁচালেন নিক
অনলাইন ডেস্ক

সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা, বাঁচালেন নিক

নিক জোনাসের হাত ধরে সিঁড়ি দিয়ে হাসিমুখে নামছেন প্রিয়াঙ্কা চোপড়া। হঠাৎই ছন্দপতন। নামতে নামতে পা পিছলে প্রায় পড়েই যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। না! পড়ে যেতে দেননি নিক। শক্ত করে ধরা ছিল প্রিয়াঙ্কার হাত। ফলে সামলে নিলেন নায়িকা।

এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রিয়াঙ্কা-নিকের বিবাহ-বিচ্ছেদের জল্পনায় দিন কয়েক আগে সরগরম ছিল ইন্ডাস্ট্রি। সে খবর প্রথম প্রকাশ করে একটি মার্কিন ম্যাগাজিন। ভুল খবর প্রকাশ করার জন্য তাদের বিরুদ্ধে প্রিয়াঙ্কা মানহানির মামলা করবেন বলেও শোনা গিয়েছিল।

 

আদৌ সম্পর্কে যে কোনও ফাটল ধরেনি, তা সোশ্যাল মিডিয়ায় বারবার বোঝানোর চেষ্টা করেছেন প্রিয়াঙ্কা।

নিকের পরিবার প্রিয়ঙ্কাকে পছন্দ করে না, এমনও জল্পনা ছিল। কিন্তু নিকের ভাই-বোনেদের সঙ্গে নিজের ছবি লাগাতার ওয়েব মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

ঘনিষ্ঠ মহলে প্রিয়াঙ্কা বারবার জানিয়েছেন, নিক তার অত্যন্ত খেয়াল রাখেন। বিয়ের আগের রাতে নিকের দেওয়া সারপ্রাইজে অবাক হয়েছিলেন তিনি।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা আগেই বলেছিলেন, “বিয়ের আগের রাতে আমার ঘরে ১৮ রকম গিফট সাজিয়ে রেখেছিল নিক। পাশাপাশি ‘তুমি আমার লাকি চার্ম’, ‘আমি সব সময় তোমার পাশে থাকব’, ‘আমি সব সময় তোমায় রক্ষা করব’— এ ধরনের নোটও ছিল।”

ফলে বিচ্ছেদের গুজব উড়িয়ে একে অপরের ভরসার জায়গা হয়ে উঠেছেন, তারই প্রমাণ রয়েছে নিক-প্রিয়াঙ্কার আচরণে।