নতুন করে প্রেমে মজেছেন অ্যাঞ্জেলিনা জোলি | Daily Chandni Bazar নতুন করে প্রেমে মজেছেন অ্যাঞ্জেলিনা জোলি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ এপ্রিল, ২০১৯ ১৯:৪৩
নতুন করে প্রেমে মজেছেন অ্যাঞ্জেলিনা জোলি
অনলাইন ডেস্ক

নতুন করে প্রেমে মজেছেন অ্যাঞ্জেলিনা জোলি

সাবেক স্বামী ব্র্যাড পিটের কাছের বন্ধু ও হলিউড অভিনেতা কলিন ফ্যারেলের প্রেমে মজেছেন অ্যাঞ্জেলিনা জোলি।

এর আগে মডেল কেলি এমসিনামারার সঙ্গে প্রেম করতেন ফ্যারেল। তবে দুই বছর ধরে তাদের সম্পর্ক নেই। আর এই দুই বছরে জোলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল ফ্যারেলের। 

জানা গেছে, ২০০৪ সালে ‘অ্যালেকজান্ডার’ ছবিতে অভিনয়ের সময় তারা খুব অল্প সময় প্রেম করেছিলেন। এতদিন পরে সেই প্রেম আবার নতুন করে জেগে উঠেছে।

 

উল্লেখ্য, ২০১৬ সালে বিচ্ছেদ হয়েছে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি জুটির। এরপর ব্র্যাড পিটের সঙ্গে অনেকের প্রেমের গুঞ্জন শোনা গেলেও, জোলির ব্যাপারে এই প্রথম এমনটা শোনা গেল। সন্তানদের নিয়ে এখনো আইনি লড়াই চলছে তাদের মাঝে।