রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৮০ | Daily Chandni Bazar রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৮০ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ এপ্রিল, ২০১৯ ১৮:০৮
রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৮০
অনলাইন ডেস্ক

রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৮০

রাজধানীতে ইয়াবা, হেরোইনসহ মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মহানগর পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান এ বিষয়টি নিশ্চিতে করে বলেন, ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানকালে দুই হাজার ৬৩৯টি ইয়াবা ট্যাবলেট, ১৫৫ পুরিয়া হেরোইন, ২৫ কেজি গাঁজা, আট বোতল ফেনসিডিল ও নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় পরে জানানো হবে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮ মামলা করা হয়েছে।