উর্বশীর ছবি ভাইরাল | Daily Chandni Bazar উর্বশীর ছবি ভাইরাল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ এপ্রিল, ২০১৯ ১৯:২৮
উর্বশীর ছবি ভাইরাল
অনলাইন ডেস্ক

উর্বশীর ছবি ভাইরাল

কিছুদিন আগে অভিনেত্রী উর্বশী রাউতেলার গায়ে অশ্লীলভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছিল বনি কাপুরের। যা নিয়ে খবর প্রকাশ করার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন খোদ নায়িকাই। এবার গোসলের ছবি ইনস্ট্রাগ্রামে ছেড়ে নিজেই খবরের শিরোনামে এসেছেন। ইতোমধ্যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, যেসব অভিনেত্রীদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল আকর্ষণীয় ছবিতে ভরপুর, তাদের মধ্যে অন্যতম উর্বশী। এবার তাঁকে দেখা গেল শাওয়ারের তলায় দাঁড়িয়ে ছবি তুলতে। তাঁর গা বেয়ে একটু একটু করে গড়িয়ে পড়ছে পানি। স্বাভাবিকভাবেই পারদ চড়েছে ভক্তকুলের।

বর্তমানে জন আব্রাহামের সঙ্গে 'পাগলপন্তি' ছবির শ্যুটিং করছেন তিনি। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এর আগে ‘হেট স্টোরি ৪’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। করণ ওয়াহি ও ভিভান ভাতেনার সঙ্গে অভিনয় করেছেন তিনি।