ফুটবল টুর্নামেন্টের পুরস্কার জ্যান্ত হরিণ-ঘোড়া! | Daily Chandni Bazar ফুটবল টুর্নামেন্টের পুরস্কার জ্যান্ত হরিণ-ঘোড়া! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ এপ্রিল, ২০১৯ ১৯:৩৩
ফুটবল টুর্নামেন্টের পুরস্কার জ্যান্ত হরিণ-ঘোড়া!
অনলাইন ডেস্ক

ফুটবল টুর্নামেন্টের পুরস্কার জ্যান্ত হরিণ-ঘোড়া!

সিলেটের সুনামগঞ্জে দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমের পাড়ায় আয়োজন করা হয়েছে একটি ফুটবল টুর্নামেন্ট। ‘আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯’ শীর্ষক ওই টুর্নামেন্টের পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে বিরল প্রজাতির হরিণ ও ঘোড়ার কথা!

ওই টুর্নামেন্টে মোট চারটি পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার বিরল প্রজাতির 'জ্যান্ত হরিণ'। দ্বিতীয় পুরস্কার 'জ্যান্ত ঘোড়া'। তৃতীয় পুরস্কার খাসি ও চতুর্থ পুরস্কার ভেড়া।

অবাক লাগলেও এমনটাই জানা গেল বাংলাদেশ প্রতিদিনের কন্ট্রিবিউটিং ফিচার রাইটার রাফিউজ্জামান সিফাতের ফেসবুক অ্যাকাউন্টে ওই টুর্নামেন্টের একটি পোস্টারের ছবি দেখে। পোস্ট করা ওই পোস্টারে দেখা যায়, ১৭ এপ্রিল টুর্নামেন্টটি শুরু হবে। আর টুর্নামেন্টটি উদ্বোধন করবেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদ রেজা।

 

রাফিউজ্জামান সিফাত জানিয়েছেন, খবর পেয়ে হরিণটিকে উদ্ধার করে নিয়ে গেছে সিলেট বনবিভাগ। তবে এখনো পুরস্কারের ঘোষণা একই থাকায় তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, লুকিয়ে আবারও হয়তোবা জঙ্গল থেকে হরিণ ধরে আনতে পারে টুর্নামেন্টের আয়োজকরা।