আইপিএলে জয়ের দেখা পেয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ৬ উইকেটে জয় পায় কিংস ইলিভেন পাঞ্জাব। লড়াই করেও হেরে যায় সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদ।
শেষ দিকে জয়ের জন্য পাঞ্জাবের প্রয়োজন ছিল ১৮ বলে মাত্র ১৯ রান। হাতে ছিল ৯ উইকেট। ইনিংসের ১৮তম ওভারে দুর্দান্ত বোলিং করে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন সন্দীপ শর্মা।
ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়ালকে প্রথম বলেই সাজঘরে পাঠান। তার আগে ৪৩ বলে তিন চার ও তিনটি ছক্কায় ৫৫ রান করেন মায়াঙ্ক। সন্দীপ ওভারের শেষ বলে নতুন ব্যাটসম্যান ডেভিড মিলারকে আউট করেন।
জয়ের জন্য ১২ বলে প্রয়োজন ১৬ রান। ১৯তম ওভারে মাত্র ৫ রান দিয়ে মন্দীপ সিংহের উইকেট তুলে নেন সিদ্ধার্থ কুল।
শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। মোহাম্মদ নবীর করা ওভারের এক বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লোকেশ রাহুল। দলের জয়ে ৫৩ বলে সাত চার ও এক ছক্কায় অপরাজিত ৭১ রান করেন রাহুল। এছাড়া ৫৫ রান করেন আগরওয়াল।
পাঞ্জাবের বিপক্ষে ১৫১ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ১৮ রানে সাজঘরে ফেরেন ওপেনার ক্রিস গেইল। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা আগরওয়ালকে সঙ্গে নিয়ে ১১৪ রানের জুটি গড়ে লোকেশ রাহুল। তাদের এই জুটিই দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায়।
এর আগে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৫০ রান করে সাকিবহীন সানরাইজার্স হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার।
সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ২২তম ম্যাচে মুখোমুখি হয় হায়দরাবাদ ও পাঞ্জাব। পাঞ্জাবের ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ।
ক্রিস গেইলদের পাঞ্জাবের বিপক্ষেও হায়দরাবাদের একাদশে জায়গা হয়নি সাকিব আল হাসানের। এনিয়ে পাঁচ ম্যাচে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে বাংলাদেশ সেরা এই অলরাউন্ডারকে।
চলতি আইপিএলে এক ম্যাচ খেলেই দল থেকে বাদ পড়েন সাকিব আল হাসান।