এই আর্জেন্টাইন খেলোয়াড়কে এখনও ক্ষমা করেননি মেসি? | Daily Chandni Bazar এই আর্জেন্টাইন খেলোয়াড়কে এখনও ক্ষমা করেননি মেসি? | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯ ১৯:৪৬
এই আর্জেন্টাইন খেলোয়াড়কে এখনও ক্ষমা করেননি মেসি?
অনলাইন ডেস্ক

এই আর্জেন্টাইন খেলোয়াড়কে এখনও ক্ষমা করেননি মেসি?

তার নাম ফাব্রিসিও বুস্তোস। ফুটবল বোদ্ধারা একসময় বলতেন,  আর্জেন্টিনার রাইটব্যাক পজিশনে বুস্তোস হতে যাচ্ছেন নতুন সেনসেশন। কিন্তু তাকে ইদানিং জাতীয় দলের ধারেকাছে দেখা যাচ্ছে না। এর পেছনে নাকি হাত রয়েছে দেশটির মহাতারকা লিওনেল মেসির! এর আগে মেসির বিরুদ্ধে এমন অভিযোগ করেছিলেন তার জাতীয় দলের সতীর্থ মাউরো ইকার্দি। পাওলো দিবালাকে নিয়েও এমন কথা প্রচলিত আছে। কিন্তু ফাব্রিসিও বুস্তোসের সঙ্গে এমন কী হয়েছে মেসির; যে কারণে তিনি দলে সুযোগ পাচ্ছেন না?

আর্জেন্টিনার ক্লাব ইন্দিপেন্দিয়েন্তেতে খেলা ফাব্রিসিও বুস্তোস নিজেই প্রকাশ করেছেন সেই ঘটনা। একবার নাকি জাতীয় দলের অনুশীলনে মেসিকে খুব খারাপভাবে ট্যাকল করেছিলেন এই তরুণ ফুটবলার। তার ভাষায়, 'উত্তেজনার বশে আমি একদিন মেসিকে খুব বাজেভাবে ট্যাকল করে বসি। মেসি ব্যথাও পায়। পরে আমি মেসির কাছে ক্ষমা চেয়ে নিই। মেসিও পরে বিষয়টাকে খেলার অংশ হিসেবে ভেবে আমাকে মাফ করে দেয়। ট্যাকলটা অনেক বাজে ছিল। আমি চাইলেই ট্যাকলটা নাও করতে পারতাম। পরে মেসি আমাকে এটা নিয়ে চিন্তা করতে মানা করে।'

কিন্তু বুস্তোসের ধারণা, মেসি সেই ঘটনার জন্য এখনও তাকে ক্ষমা করেননি। কারণ মেসির সঙ্গে সেই ঘটনার পর তাকে আর কোনো ম্যাচে তাকে জাতীয় দলের হয়ে খেলতে ডাকা হয়নি। হোর্হে সাম্পাওলির অধীনে বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পাওয়া বুস্তোস শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল দলে জায়গা পাননি। তবে ব্রাজিল, স্পেন, ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে জায়গা করে নিয়েছিলেন। এরপর কোচ পরিবর্তন হয়েছে। কিন্তু মরক্কো ও ভেনেজুয়েলার বিপক্ষে সাম্প্রতিক দুটি ম্যাচে সুযোগ হয়নি বুস্তোসের। তার মানে ঘটনা কি সত্যি?