কঙ্গনার দ্বিতীয় ছবির ঘোষণা | Daily Chandni Bazar কঙ্গনার দ্বিতীয় ছবির ঘোষণা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯ ২০:০৩
কঙ্গনার দ্বিতীয় ছবির ঘোষণা
অনলাইন ডেস্ক

কঙ্গনার দ্বিতীয় ছবির ঘোষণা

বছরখানেক আগে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি পরিচালনায় আসছেন। কিন্তু সেটা যে এত দ্রুতই ঘটবে, কঙ্গনা রানাওয়াত নিজেও তা ভাবেননি। তবে ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’তে তাঁর পরিচালক হয়ে যাওয়া নেহাত ঘটনাচক্রে। মূল পরিচালক মাঝপথে চলে যাওয়ায় ছবি শেষ করার গুরুদায়িত্ব তুলে নিতে হয়েছিল অভিনেত্রীকে। তাতে অবশ্য তিনি দারুণ সফল। জানুয়ারির শেষ সপ্তাহে মুক্তির পর ছবিটি দুর্দান্ত ব্যবসা করেছে।

সাফল্যের রেশ থাকতে থাকতেই কঙ্গনা দিলেন দ্বিতীয় ছবির ঘোষণা। জানালেন, ছবিটির কাজ শিগগিরই শুরু করবেন। তবে সেটি পূর্বঘোষণামতো কঙ্গনার বায়োপিক নয়, সত্য ঘটনা অবলম্বনে এপিক অ্যাকশন ড্রামা। ছবিটির ব্যাপারে অবশ্য বিস্তারিত জানাননি অভিনেত্রী। বলেননি প্রথমটির মতো এই ছবিতেও পরিচালনার সঙ্গে নিজে অভিনয়ও করবেন কি না। ‘দ্রুতই বিস্তারিত জানাব। অনেক সময় ধরে এটার কাজ করছি। চিত্রনাট্য চূড়ান্ত করেছি। 

ফটোশুট, পোস্টার করে সব জানাব,’ বলেন অভিনেত্রী। তবে এটা নিশ্চিত করেছেন, ‘মণিকর্ণিকা’র মতো এটিও বড় বাজেটের ছবি হবে, ‘আগের সাফল্য আমাকে আত্মবিশ্বাসী করেছে। এখন এমন একটা সময়, যখন নানা ধরনের গল্প বলার সাহস করা যায়।’