বর্ষবরণে আরটিভি’র ৩দিনব্যাপী বিশেষ আয়োজন | Daily Chandni Bazar বর্ষবরণে আরটিভি’র ৩দিনব্যাপী বিশেষ আয়োজন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯ ২০:০৫
বর্ষবরণে আরটিভি’র ৩দিনব্যাপী বিশেষ আয়োজন
অনলাইন ডেস্ক

বর্ষবরণে আরটিভি’র ৩দিনব্যাপী বিশেষ আয়োজন

বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র পর্দায় দর্শকরা দেখবেন ৩ দিনের বিশেষ আয়োজন।  ৩ দিনের এ আয়োজনে ১২, ১৩ ও ১৪ এপ্রিল ৫টি বিশেষ বাংলা সিনেমা ও প্রাণ মিঃ ম্যাংগো ‘তারকালাপ’-এর বিশেষ পর্ব প্রচার করা হবে। 

৩ দিন প্রচার করা হবে ৪টি বিশেষ নাটক। কাজল আরেফিন অমি’র রচনা ও পরিচালনায় ১২ এপ্রিল ২০১৯, শুক্রবার রাত ৮টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘পরিবার বর্গ’। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিন তিশা, জায়ান, রকি খান প্রমুখ।

১৩ এপ্রিল ২০১৯, শনিবার চৈত্র সংক্রান্তিতে রাত ৮টায় প্রচারিত হবে নাটক ‘স্বপ্ন ও ভালোবাসার গল্প’। ইমরাউল রাফাত-এর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মনোজ কুমার, সাফা কবির, সিয়াম নাসির, কাজী উজ্জ্বল প্রমুখ। 

১৪ এপ্রিল ২০১৯, রবিবার পহেলা বৈশাখে রাত ৮টায় প্রচারিত হবে ‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’ শিরোনামের বিশেষ নাটক ‘কথা দেয়া ছিল’। নাটকটির চিত্রনাট্য করেছেন অয়ন সিদ্দিকী মিডি এবং পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে অভিনয় করেছেন তাহসান খান, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। 

১৪ এপ্রিল ২০১৯, রবিবার পহেলা বৈশাখে রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘তুই থেকে তুমি’। রচনা : মেহরাব জাহিদ। পরিচালনা : জাকিয়া বারী মম, জোভান, ফারহান, শিখা মৌ প্রমুখ।  এছাড়া ১৪ এপ্রিল সকালে গুলশানের নিকেতন সোসাইটির প্রভাতী আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে।