দুই গানেই সাড়ে আট কোটি! | Daily Chandni Bazar দুই গানেই সাড়ে আট কোটি! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯ ২০:০৭
দুই গানেই সাড়ে আট কোটি!
অনলাইন ডেস্ক

দুই গানেই সাড়ে আট কোটি!

১৫ থেকে ১৮ মে ইসরায়েলের তেল আবিবে হবে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা। সেখানে পারফরম করবেন ম্যাডোনা। মাত্র দুটি গান গাওয়ার জন্য ১০ লাখ মার্কিন ডলার [প্রায় সাড়ে আট কোটি টাকা] পাবেন তিনি। কোনো অনুষ্ঠানে গাওয়ার জন্য এত বড় অঙ্কের পারিশ্রমিক আগে খুব কম তারকাই পেয়েছেন। ম্যাডোনার পারিশ্রমিকের এই অর্থ দিচ্ছেন কানাডীয় ধনকুবের সিলভান অ্যাডাম। তিনি বিবিসিকে বলেন, ‘ইসরায়েল তাঁর গানের জন্য অপেক্ষা করে আছে।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাডোনা একটি নতুন গান এবং একটি পুরনো জনপ্রিয় গান গাইবেন। তবে গান দুটির নাম এখনো জানানো হয়নি। অন্যদিকে ম্যাডোনার মুখপাত্র খবরটি নিশ্চিত করেছেন। তেল আবিবে ম্যাডোনার পারফরম করার খবরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকায় দেশটিতে পারফরম করতে অস্বীকৃতি জানিয়েছেন রজার ওয়াটার্সের মতো শিল্পী। সেখানে ম্যাডোনার অংশগ্রহণ অনেকেই ভালো চোখে দেখছেন না।