প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯ ১৯:২৯
রাফির ভাইয়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
ফেনীতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির ভাই মাহমুদুল হাসান নোমান ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ পেয়েছেন। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে এনআরবি গ্লোবাল ব্যাংকের নিয়োগপত্র তুলে দেন।
আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বাবা একেএম মুসা ও মা শিরিনা আক্তারসহ দুই ভাই। এ সময় শেখ হাসিনা নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।