৩০ গজ দূর থেকে দর্শনীয় গোল সালাহর | Daily Chandni Bazar ৩০ গজ দূর থেকে দর্শনীয় গোল সালাহর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯ ১৯:৫১
৩০ গজ দূর থেকে দর্শনীয় গোল সালাহর
অনলাইন ডেস্ক

৩০ গজ দূর থেকে দর্শনীয় গোল সালাহর

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) পয়েন্ট তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিভারপুল। চেলসিকে ০-২ গোলে হারিয়ে শিরোপা জয়ের সম্ভাবনা আরো উজ্জ্বল করল লিভারপুল।

রবিবার স্থানীয় সময় বিকালে দুর্দান্ত জয় পায় ইয়ুর্গেন ক্লপের দল। এর আগে লিগের প্রথম পর্বে দু'দলের প্রথম দেখায় ১-১ গোলে ড্র হয়েছিল।

ম্যাচে দলের হয়ে গোল দু'টি করেছেন সাদিও মানে ও মোহাম্মদ সালাহ। এর মধ্যে মিসরীয় কিংয়ের গোলটি ছিল বেশি দর্শনীয়।

 

সালাহকে নিয়ে সম্প্রতি নানারকম কটাক্ষ করছিলেন চেলসি সমর্থকেরা। ‘মিশরের মেসি’ দুরন্ত গোল করে হাত জোড় করে চোখ বন্ধ অবস্থায় এক পা তুলে দাঁড়িয়ে জয়ের উৎসব করেন। যা আসলে তাদের কটাক্ষেরই জবাব।

দ্বিতীয়ার্ধে বক্সের ডানদিকে বল ধরে আক্রমণে উঠে খানিকটা জায়গা করে নেন সালাহ। সেখান থেকে কাট করে ঢুকে বাঁ পায়ে অসাধারণ শটে গোল করেন তিনি। প্রায় ৩০ গজ দূর থেকে অনিন্দ্যসুন্দর গোলটি করেন দ্য ফারাওখ্যাত ফুটবলার।

ম্যাচ শেষে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের উচ্ছ্বসিত সালাহর গোল নিয়ে। তার কথায়, গোলটাকে বিশ্বমানের বললেও যেন কম বলা হবে। সমর্থকদের দাবি, এই গোলটাই এবার পুরস্কার জিতে নেবে। শুধু তাই নয়, বছরের সেরা গোল বলেও দাবি করছেন তারা।

৩৪ ম্যাচে ২৬ জয় ও সাত ড্রয়ে শীর্ষে ফেরা লিভারপুলের পয়েন্ট ৮৫। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ক্রিস্টাল প্যালেসের মাঠে ৩-১ গোলে জেতা ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল অবশ্য এক ম্যাচ কম খেলেছে।