আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াড নেই ইমরুল কায়েস এবং তাসকিন আহমেদ। তবে দলে জায়াগা পেয়েছেন আলোচনায় থাকা সৌম্য সরকার।
এর আগে বিশ্বকাপের জন্য দলে তাকে রাখা হবে কি হবে না- তা নিয়ে আলোচনা চললেও ঠিক নির্বাচকদের নজর কাড়েন সৌম্য।
সৌম্যের বিশ্বকাপে ফেরা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, বিশ্বকাপ স্কোয়াডে সৌম্য সরকারের জায়গা পাওয়ার একটাই কারণ, অভিজ্ঞতা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার কারণেই মূল্যায়ন করা হয়েছে সৌম্যকে।
বিসিবি’র প্রধান নির্বাচক আরো বলেন, সৌম্য এবং লিটন হয়তো খুব একটা ফর্মে নেই। তবে সৌম্য বা লিটন প্রমাণ করেছে যে তারা বড় মঞ্চে কার্যকরী ইনিংস খেলতে পারদর্শী। অতীতে তারা অনেক কার্যকরী ইনিংস খেলে দেখিয়েছে। আমাদের বিশ্বাস বিশ্বকাপের মতো বড় মঞ্চে তারা পুনরায় নিজেদের মেলে ধরতে পারবে।’
তবে সৌম্য সকারের সাম্প্রতিক ফর্ম উদ্বেগ জাগানোর মতোই। আবাহনীর হয়ে শেষ পাঁচ ইনিংসে তার রান-১২, ১০, ১৪, ১, ২। বাঁ-হাতি এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে থাকেন কি না, সেটা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল।
ব্যাট হাতে ব্যর্থ হলেও শেষ কয়েকটি ম্যাচে বল হাতে বেশ সফল সৌম্য। উইকেট পেয়েছেন প্রায় প্রতি ম্যাচেই (শেষ পাঁচ ম্যাচে ৭ উইকেট)। বিশ্বকাপে সৌম্যর এই বোলিং অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন অধিনায়ক মাশরাফি।
৩০ মে দ্যা ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসরটির। ১৪ জুলাই লর্ডসে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।
বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।