এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা ষষ্ঠ ম্যাচে হেরে আইপিএলের পয়েন্ট তালিকায় তলানিতে ছিল কোহলি-ডি ভিলিয়ার্সদের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর (আরসিবি)।
সর্বশেষ সোমবারের ম্যাচটি ছিল আইপিএলে টিকে থাকার লড়াই। সে লড়াইয়ে কোহলির নেতৃত্বাধীন আরসিবির ব্যাটসম্যানরা ১৭২ রানের চ্যালেঞ্জিং টার্গেট দাঁড় করিয়েছিল। তবে বোলারদের ব্যর্থতায় ম্যাচে হেরে আইপিএলের সব আশা শেষ গেল কোহলিদের।
সোমবার আইপিএলের একমাত্র ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডি কক ও ভারতীয় হার্দিক পান্ডিয়ার ঝড়ো ইনিংসেই মূলত হেরে যায় কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
ডি কক ২৬ বলে ৪০ রানের ঝলমলে ইনিংস খেলার পর শেষ দিকে হার্দিক পান্ডিয়া ১৬ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেললে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স।
খেলার শেষ দুই ওভারে মুম্বাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ২২ রান। তবে ১৯তম ওভারেই ২২ রান করে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স।
এদিকে কোহলিদের সামনে আইপিএলের মাত্র ২টি ম্যাচ বাকি আছে। ওই দুটি ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৬ পয়েন্টে। আগামী ১৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে কোহলিরা। ২১ এপ্রিল মুখোমুখি হবে ধোনির চেন্নাইয়ের সঙ্গেই।