সেই দুই সাংবাদিক পেলেন পুলিৎজার | Daily Chandni Bazar সেই দুই সাংবাদিক পেলেন পুলিৎজার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯ ১৮:০৭
সেই দুই সাংবাদিক পেলেন পুলিৎজার
অনলাইন ডেস্ক

সেই দুই সাংবাদিক পেলেন পুলিৎজার

এই দুই সাংবাদিক গত ৪৯০ দিন ধরে মিয়ানমারের কারাগারে বন্দী রয়েছেন

সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার ঘোষণা করা হয়েছে। মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা নিয়ে কাজ করার জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছেন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের দুজন সাংবাদিক। 

ওই দুই সাংবাদিক গত ৪৯০ দিন ধরে মিয়ানমারের  কারাগারে বন্দী রয়েছেন। মিয়ানমারে রাখাইনে নৃশংস রোহিঙ্গা গণহত্যার খবর প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা।

গতকাল সোমবার ২০১৯ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে কর্তৃপক্ষ। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্টও দুটি করে পুলিৎজার পুরস্কার জিতেছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ ও বাড়িঘর জ্বালিয়ে দেয়ার ঘটনা নিয়ে প্রতিবেদন করে পুলিৎজার পেয়েছে রয়টার্স। এ ছাড়া মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে ঢুকতে চাওয়া শরণার্থীদের ছবি তুলে আরও একটি ক্যটাগরিতে পুরস্কার পেয়েছে রয়টার্স।