ভারতে মুসলিম নারীদের মসজিদে প্রবেশাধিকারের মামলায় সুপ্রিম কোর্টের নোটিশ | Daily Chandni Bazar ভারতে মুসলিম নারীদের মসজিদে প্রবেশাধিকারের মামলায় সুপ্রিম কোর্টের নোটিশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯ ১৮:১১
ভারতে মুসলিম নারীদের মসজিদে প্রবেশাধিকারের মামলায় সুপ্রিম কোর্টের নোটিশ
অনলাইন ডেস্ক

ভারতে মুসলিম নারীদের মসজিদে প্রবেশাধিকারের মামলায় সুপ্রিম কোর্টের নোটিশ

মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশের অনুমতি দিতে হবে। এই আবেদন জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। যার প্রেক্ষিতে শুনানির পর কেন্দ্র ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। বিচারপতি এসএ বোবডে ও এস আবদুল নাজিরের গঠিত বেঞ্চে এই মামলার শুনানী অনুষ্ঠিত হয়েছে। 

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছেন, এই মামলা তারা শুনতে রাজি হয়েছেন সবরিমালা নিয়ে রায় সামনে এসেছে বলেই। এক মুসলমান দম্পতি সর্বোচ্চ আদালতে মামলাটি করেছে। তাদের দাবি, ভারতের মসজিদে মহিলাদের প্রবেশাধিকার না থাকা বেআইনি। তা সংবিধানের ১৪, ১৫, ২১, ২৫ ও ২৯ নম্বর ধারাকে লঙ্ঘন করছে।

আবেদনে বলা হয়েছে, পবিত্র কোরআনের কোথাও বা হজরত মহম্মদের বাণীর কোথাও মহিলাদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়নি। দুই আবেদনকারীর নাম ইয়াসমিজ জুবের আহমেদ পিরজাদে এবং জুবের আহমেদ পিরজাদে।

মহারাষ্ট্রের ওই দুই বাসিন্দার আবেদনের মূল নির্যাস একটাই, মসজিদে লিঙ্গবৈষম্য নির্মূল করা। আবেদনে বলা হয়েছে, মসজিদে মহিলাদের ঢুকতে না দেওয়া বেআইনি এবং অসাংবিধানিক। কারণ এর জেরে মহিলাদের সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। নিজেদের দাবির সাপেক্ষে পিরজাদে দম্পতি কোরান এবং হাদিস দু'জায়গা থেকেই উদাহরণ দিয়েছেন।

বর্তমানে জামাত-ই-ইসলামি ও মুজাহিদ গোষ্ঠীর নারীরা মসজিদে গিয়ে প্রার্থনা করতে পারেন। তবে সুন্নি মহিলারা তা পারেন না।

এমনকী কোনো মসজিদে মহিলাদের প্রবেশ করতে দেওয়া হলেও তাদের জন্য আলাদা জায়গা থাকে। প্রবেশ ও প্রস্থানের পথ আলাদা হয়।
সূত্র: ওয়ান ইন্ডিয়া  ও এই সময়