'পোশাক উন্মোচন করো, বেশ কিছু চিহ্ন ধর্ম স্পষ্ট করে দেবে' | Daily Chandni Bazar 'পোশাক উন্মোচন করো, বেশ কিছু চিহ্ন ধর্ম স্পষ্ট করে দেবে' | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯ ১৮:১২
'পোশাক উন্মোচন করো, বেশ কিছু চিহ্ন ধর্ম স্পষ্ট করে দেবে'
অনলাইন ডেস্ক

'পোশাক উন্মোচন করো, বেশ কিছু চিহ্ন ধর্ম স্পষ্ট করে দেবে'

ভোট উত্তাপের মধ্যে ফের নতুন বিতর্ক উস্কে দিলেন কেরালার বিজেপি রাজ্য সভাপতি পি এস শ্রীধরন। সে রাজ্যের অত্তিঙ্গলে এক দলীয় সভায় মুসলিম ভোটারদের নিয়ে তার নয়া বক্তব্য় নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।

অত্তিঙ্গলে বিজেপির প্রার্থীর সমর্থনে সভা করছিলেন শ্রীধরন। সেই সময় পাকিস্তানে ভারতীয় সেনার বিমান হামলা নিয়ে প্রশ্ন করা হয় বিজেপি নেতাকে। সেই প্রশ্নের জবাবে শ্রীধরন বলেন, 'আমাদের রাহুল গান্ধী, ইয়েচুরি, পিনারাইরা বলছেন আমাদের সেনার উচিত সেখানে গিয়ে মৃতদেহ গোনা। দেখা তাদের ধর্ম, জাতি। যদি তারা ইসলাম ধর্মাবলম্বী হন তাহলে তো প্রমাণ পাওয়াই যাবে...।' এরপর একধাপ এগিয়ে বিজেপি নেতা দাবি করেন 'যদি তাদের পোশাক উন্মোচন করা যায়, তাহলেই বেশ কিছু চিহ্ন দেখে ধর্ম স্পষ্ট হয়ে যাবে।'

শ্রীধরনের এমন মন্তব্যে রীতিমত হইচই পড়ে গেছে। কংগ্রেস ও এলডিপির তরফ থেকে চরম সমালোচনা করা হয়েছে। এরপর যদিও শ্রীধরনের দাবি তিনি পাকিস্তানের জঙ্গিদের কথাই বলতে চেয়েছেন, কোনো বিশেষ জাতিকে অপমান করা তার উদ্দেশ্য ছিল না। তবে গোটা বিষয়টিতে ইসলাম ধর্মাবলম্বীদের অপমান করা হয়েছে বলে বিরোধীরা সরব হয়েছে।
সূত্র: ওয়ান ইন্ডিয়া