দেউলিয়া হচ্ছে পাকিস্তান? | Daily Chandni Bazar দেউলিয়া হচ্ছে পাকিস্তান? | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯ ১৮:১৩
দেউলিয়া হচ্ছে পাকিস্তান?
অনলাইন ডেস্ক

দেউলিয়া হচ্ছে পাকিস্তান?

চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি পাকিস্তান। দেশটির অর্থনীতিতে দূর্যোগের ঘনঘটা। বিপুল ঋণে জর্জরিত পাকিস্তান। দেশটির বাজারে এখন পণ্যের অগ্নিমূল্য। অর্থনীতি প্রায় ভাঙনের মুখে। 

এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি সামাল দিতে না পারলে শীঘ্রই দেউলিয়া ঘোষিত হতে পারে পাকিস্তান। এমনটাই মনে করছেন আর্থিক খাতের বিশ্লেষকরা। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।  

জানা গেছে, ২০১৩-র নভেম্বর মাস থেকে এখনও পর্যন্ত ৯.৪১ শতাংশ মুদ্রাস্ফীতি হয়েছে পাকিস্তানে।

এদিকে, মুদ্রাস্ফীতি কমানোর জন্য পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্ক ১০.৭৫ শতাংশ সুদের হার কমিয়ে দিয়েছে। 

পাকিস্তানে দুধের দাম লিটার প্রতি ১২০ টাকা। খোলা বাজারে দাম আরও বেশি। সেখানে লিটার প্রতি দাম ১৮০ টাকা ৷  

শুধু তাই নয়, সমস্ত সবজি, ফল, মুদিখানার জিনিস, পেট্রোল, জিজেল সবকিছুর দামই আকাশছোঁয়া হয়ে উঠেছে ৷