বাড়ির ওপর বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৬ | Daily Chandni Bazar বাড়ির ওপর বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৬ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯ ১৮:১৫
বাড়ির ওপর বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৬
অনলাইন ডেস্ক

বাড়ির ওপর বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৬

বাড়ির ওপর বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে চিলিতে।

জানা যায়, চিলির পুয়ের্তো মন্ট শহরের একটি বাড়ির ওপর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা পাইলটসহ ৬ জন নিহত হয়েছে।

পুয়ের্তো মন্টের মেয়র হ্যারি জারগেনসেন জানিয়েছেন, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। এছাড়া ৬ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন তিনি।

তবে বিমানটি ঠিক কি কারণে বিধ্বস্ত হয়েছে তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এছাড়া যে বাড়ির ওপর বিমানটি ভেঙে পড়েছে, সেই বাড়িতে কতজন ছিল তা জানা যায়নি।