একজন ক্রিকেটারের সবচেয়ে বড় স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলা। সবার সেই স্বপ্ন পূরণ হয় না। যেমন হয়নি ইমরুল কায়েস বা তাসকিন আহমেদের। গতকাল দল ঘোষণার পর গণমাধ্যমের সামনে কেঁদে বুক ভাসিয়েছেন তাসকিন। অন্যদিকে বুক ভেঙে গেলেও আবেগ গোপন রেখেছেন ইমরুল কায়েস। তবে সমালোচকদের নানা ভুয়া আলোচনার বিরুদ্ধে আজ তাকে মুখ খুলতেই হয়েছে।
গতকাল মঙ্গলবার ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণার পর অনেকেই অনলাইনে গুজব রটিয়ে দেয় যে ইমরুল কায়েস নাকি সুযোগ না পাওয়ার বেদনায় অবসর নিচ্ছেন। আজ বুধবার সকালে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই গুজবের প্রতিবাদ জানান ইমরুল। তারপর ঘণ্টাখানেক আগে একটি ভিডিও পোস্ট করা হয় তার ভেরিফায়েড ফেসবুক পেইজ। যাতে ইমরুলের মুখেই শোনা যায় তার পরিকল্পনার কথা।
ভিডিওতে ইমরুল বলেন, 'একটা জিনিস আমি কিছুদিন ধরে ভাবছি বা আমার বলা উচিত ছিল, আমি দেখছি নিউজপেপার বা অনলাইন পোর্টালগুলোতে বারবার একটা জিনিস ঘুরে ফিরে আসছে আমার রিটায়ারম্যান্ট নিয়ে। বলা হচ্ছে, আমি যদি বিশ্বকাপ দলে চান্স না পাই, তবে আমি নাকি অবসর নিব। আসলে সত্যি কথা বলতে এরকম কোনো ডিসিশন আমি নেই নাই এবং কাউকে বলি ও নাই।'
'আমার অনেক স্বপ্ন ছিল ২০১৯ বিশ্বকাপে খেলার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি আসলে টিমে সিলেক্ট হই নাই। তার মানে এই না যে আমার ক্যারিটারটা ওভার (শেষ) হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করব নিজেকে ফিট রাখার এবং হার্ডওয়ার্ক চালিয়ে যাব। আমি বিশ্বাস করি বাংলাদেশের ক্রিকেটকে এখনও আমার ৪-৫ বছর দেওয়ার আছে। আমি সেভাবেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখি। আশা করি আমি যখনই সুযোগ পাব তখনই সেটা কাজে লাগনোর চেষ্টা করব। আমার জন্য আপনার দোয়া করবেন।'