নিরবের সঙ্গে মুম্বাইয়ের মডেল | Daily Chandni Bazar নিরবের সঙ্গে মুম্বাইয়ের মডেল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯ ২০:০৪
নিরবের সঙ্গে মুম্বাইয়ের মডেল
অনলাইন ডেস্ক

নিরবের সঙ্গে মুম্বাইয়ের মডেল

অভিজাত ফ্যাশন হাউজ ভাসাবি ঈদকে টার্গেট করে নতুন পোশাক আনছে। প্রতিবছরের মতো এবারও ঈদের বিশেষ আকর্ষন হিসেবে থাকছে এক্সক্লুসিভ পোশাকের সমাহার এবং ব্রাইডাল কালেকশন। এসব পোশাকের ফটোশুট হচ্ছে মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে। চলবে আরও দুদিন।  

গত ৪ বছর ধরে ভাসাবির ফ্যাশনের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন চিত্রনায়ক নিরব। শুধু ঈদ নয়, বিভিন্ন উৎসব ভাসাবির পোশাকের মডেল হিসেবে তাকে দেখা গেছে। ঈদ কালেকশনের শুটে নিরবে সঙ্গে অংশ নিয়েছেন মুম্বাইয়ের তিনজন পরিচিত মডেল পূজা নারাং, মাইরা সারিন, তামিল নায়িকা অ্যাঞ্জেলা কিসলিঞ্জি। ফটোগ্রাফি করছেন মুম্বাইয়ের রোহান।     

নিরব বলেন, ভাসাবির পোশাক অনেক বেশি এক্সক্লুসিভ। ব্রাইডালের জন্য বাংলাদেশে ভাসাবির চেয়ে বড় কোনো ফ্যাশন হাউজ আছে বলে মনে হয়না। এখানকার পোশাক তুলনামূলক হলেও দেশে আর কোথাও এমন এক্সক্লুসিভ পোশাক পাওয়া যায়না।   

ভাসাবি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা বলেন, ভাসাবি সবসময়ই ক্রেতাদের জন্য বিশেষ আয়োজনের দিকে খেয়াল রাখে। উৎসব কিংবা ব্রাইডালকে কেন্দ্র করে ভাসাবি সবসময় এক্সক্লুসিভ আনে। 

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইয়াসির আহমেদ খান বলেন, নিরবের সঙ্গে মুম্বাইয়ের সুপরিচিত তিন মডেলের অংশগ্রহণে আগামী ঈদে ভাসাবির পোশাক ক্রেতাদের কাছে আরও ভিন্নমাত্রা যোগ করে বিশ্বাস করি। শুধু পোশাক নয়, জুয়েলারির ফটোশুটও হচ্ছে।