মোদি 'ফর্সা' 'হ্যান্ডসাম' আর কুমারস্বামী 'কালো মোষ'! | Daily Chandni Bazar মোদি 'ফর্সা' 'হ্যান্ডসাম' আর কুমারস্বামী 'কালো মোষ'! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯ ২১:০৯
মোদি 'ফর্সা' 'হ্যান্ডসাম' আর কুমারস্বামী 'কালো মোষ'!
অনলাইন ডেস্ক

মোদি 'ফর্সা' 'হ্যান্ডসাম' আর কুমারস্বামী 'কালো মোষ'!

চলতি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে কথার যুদ্ধ চলছে। প্রতিপক্ষকে কথার বানে ঘায়েল করতে উন্মুখ সবাই। সেই যুদ্ধ মাঝেমধ্যেই ছাড়িয়ে যাচ্ছে শালীনতার সীমা। এবার সেই তালিকায় নতুন সংযোজন বিজেপি নেতা রাজু কাগে। কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে 'কালো মোষ' বলে কটাক্ষ করেছেন বিজেপির এই সাবেক বিধায়ক।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোদির জীবনযাত্রা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী। তিনি বলেছিলেন, 'একেবারেই সাদামাটা জীবনযাপন করেন না প্রধানমন্ত্রী মোদি। বরং রাজা-বাদশার মতোই দিন কাটে তার। প্রতিবার ক্যামেরার সামনে আসার আগে মেকআপ করেন তিনি। যাতে ক্যামেরার সামনে তার চেহারা চকচক করে।'

আজ বুধবার এক জনসভায় এই মন্তব্যের জবাব দিতে গিয়ে বিজেপি নেতা রাজু কাগে বর্ণবাদী আক্রমণ করে বলেন, 'কুমারস্বামীর দাবি, নরেন্দ্র মোদি দিনে ১০ বার করে মুখে পাউডার লাগান আর পোশাক পাল্টান। আরে, মোদি হলেন ফর্সা ও রূপবান। কুমারস্বামী, আপনি যদি ১০০ বারও স্নান করেন তবুও কালো মোষই থেকে যাবেন।'