হত্যার পর এবার ফিলিস্তিনির বাড়ি জ্বালিয়ে দিল ইসরাইল | Daily Chandni Bazar হত্যার পর এবার ফিলিস্তিনির বাড়ি জ্বালিয়ে দিল ইসরাইল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯ ২১:১৪
হত্যার পর এবার ফিলিস্তিনির বাড়ি জ্বালিয়ে দিল ইসরাইল
অনলাইন ডেস্ক

হত্যার পর এবার ফিলিস্তিনির বাড়ি জ্বালিয়ে দিল ইসরাইল

ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা বুধবার এক ফিলিস্তিনির বাড়ি জ্বালিয়ে দিয়েছে। ডিসেম্বরের একটি হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তারের চেষ্টাকালে ইসরাইলি পুলিশ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।

গত ৯ ডিসেম্বর ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের ওফরা বসতির কাছে ইসরাইলি ওই হামলায় সাত জন আহত হয়। আহতদের একজন অন্তঃসত্ত্বা নারী।পরে তিনি মৃত সন্তান প্রসব করেন।

সন্দেহভাজন বন্দুকধারী সালাহ বারগুতিকে গ্রেফতার করতে ১২ ডিসেম্বর ইসরাইলি সৈন্যরা অভিযান চালায়। এ সময় গুলিতে তিনি নিহত হন।

ইসরাইলি সেনাবাহিনীর জানায়, বুধবার সীমান্ত পুলিশ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রামাল্লাহ্র পশ্চিম তীর নগরীর উত্তরে অবস্থিত কোবার গ্রামের ওই এপার্টমেন্টটি ধ্বংস করে। ওই বাড়িটিতে সালাহ বারগুতি বাস করতেন।

সীমান্ত পুলিশ ৭ মার্চ বারাগুতির ভাই আসসামের বাড়িও ধ্বংস করেছে। তার বাড়িটিও একই গ্রামে অবস্থিত।

১৩ ডিসেম্বর পৃথক বন্দুক হামলায় দুজন সৈন্যের নিহতের ঘটনায় আসসাম বারগুতির বিচার চলছে।

তার বিরুদ্ধে ওফরা হামলায় ভাইকে সহায়তার অভিযোগও আনা হয়েছে।