
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেছেন, জাত দেখেই রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি পদে মনোনীত করা হয়েছে।
আর ওই বক্তব্য নিয়ে দেশটিতে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে।
২০১৯ লোকসভা নির্বাচনের অন্যতম বিতর্ক সম্ভবত তৈরি করে দিলেন অশোক গেহলট।
অশোক গেহলট রাহুল গান্ধীর ডানহাত বলে পরিচিত। ভোটে জিততেই রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি করেছে বিজেপি। এমনটাই অভিযোগ তাঁর।
অশোক গেহলট বলেছেন, ২০১৭ সালে গুজরাট নির্বাচনের আগে কোলি সম্প্রদায়ের মন জয় করতে রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি করেছে বিজেপি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন গেহলট।
গেহলটের দাবি, ভোট জিততে রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি করতে গিয়ে লালকৃষ্ণ আদভানিকে বাদ দিয়েছে বিজেপি।