গ্রেপ্তারকালে পেরুর সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যা | Daily Chandni Bazar গ্রেপ্তারকালে পেরুর সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯ ১৮:০৪
গ্রেপ্তারকালে পেরুর সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যা
অনলাইন ডেস্ক

গ্রেপ্তারকালে পেরুর সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যা

পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া আত্মহত্যা করেছেন। ঘুষ গ্রহণের অভিযোগে তদন্ত চলাকালে পুলিশ থাকে গ্রেপ্তার করতে যায়। এ সময় গ্রেপ্তার এড়াতে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন তিনি। 

অ্যালান গার্সিয়াকে স্থানীয় সময়  ৬টা ৪৫ মিনিটে রাজধানী লিমার হাসপাতালে নেওয়া হয়। পেরুর বর্তমান প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা অ্যালান গার্সিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, হাসপাতালের সামনে গার্সিয়ার সমর্থকদের প্রচুর ভীড় হয়েছে। 

 

পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্রেপ্তারের জন্য পুলিশ গার্সিয়ার বাড়িতে যাওয়ার পর তিনি একটি ফোন করার কথা বলে ভেতরে গিয়ে দরজা আটকে দেন। কয়েক মিনিট পর গুলির শব্দ শুনতে পায় পুলিশ। এরপর পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তার মাথায় গুলির চিহ্ন ছিল। 

অভিযোগ, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সময় একটি মেট্রো রেললাইন নির্মাণ প্রকল্পে কাজের সুযোগ দিয়ে ব্রাজিলের ‘ওদেব্রাচ’ কোম্পানি থেকে অ্যালান গার্সিয়া ঘুষ নেন। 

প্রসঙ্গত, অ্যালান গার্সিয়া  ১৯৮৫ সাল থেকে ১৯৯০ সাল এবং ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। 

সূত্র : বিবিসি, ইভিনিং ষ্ট্যান্ডার্ড