‘ঢাকা অ্যাটাকে’র চেয়ে ভালো হচ্ছে ‘মিশন এক্সট্রিম’! | Daily Chandni Bazar ‘ঢাকা অ্যাটাকে’র চেয়ে ভালো হচ্ছে ‘মিশন এক্সট্রিম’! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯ ১৮:১৭
‘ঢাকা অ্যাটাকে’র চেয়ে ভালো হচ্ছে ‘মিশন এক্সট্রিম’!
অনলাইন ডেস্ক

‘ঢাকা অ্যাটাকে’র চেয়ে ভালো হচ্ছে ‘মিশন এক্সট্রিম’!

‘ঢাকা অ্যাটাক সিনেমার গল্পে যা কল্পনায় দেখেছি, শুটিং করতে গিয়ে তার অনেক কিছুই ক্যামেরায় ধারণ করতে পারিনি। কারণ, কল্পনাকে ক্যামেরায় ধারণ করতে গেলে সে অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন হয়। তবে সেই ছবি থেকে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে অনেক। যা আমরা ‘মিশন এক্সট্রিম’ ছবিতে প্রয়োগ করছি। কল্পনাকে ক্যামেরায় ধারণ করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি দীর্ঘ সময় ধরে। আমি মনে করি, ঢাকা অ্যাটাক ছবির চেয়ে ভালো কিছু হচ্ছে মিশন এক্সট্রিম।’ কথাগুলো এনটিভি অনলাইনকে বলেন সিনেমার পরিচালক সানী সানোয়ার। ছবিটি তিনি ফয়সাল আহমেদের সঙ্গে যৌথভাবে নির্মাণ করছেন।

এ বিষয়ে সানী আরো বলেন, ‘ঢাকা অ্যাটাকের চেয়ে এই ছবির ব্যাপকতা রয়েছে। কারণ, সেই ছবিতে দর্শক দেখেছেন একজন অসুস্থ মানুষ পরিকল্পনা করে নাশকতা করার চেষ্টা করে। এই কাজটিই যখন একটা প্রতিষ্ঠান করে, তবে সেটা একজন মানুষের চেয়ে অনেক গুণ বড় হয়। মিশন এক্সট্রিম ছবিতে তাই দেখা যাবে। অনেক বড় একটি ক্যানভাসে ছবিটি নির্মিত হচ্ছে। আরো বেশি টানটান উত্তেজনা পাবে দর্শক।’

আরিফিন শুভকে নিয়ে সানী বলেন, ‘এই ছবিতে চৌকস অফিসার হিসেবে হাজির হবেন আরিফিন শুভ। শুটিং শুরু করার আগে নয় মাস গ্রুমিং করেছেন তিনি। ডামি ব্যবহার না করে নিজেই শট দিচ্ছেন। বেশ কয়েকবার আহতও হয়েছেন। কাজের প্রতি ভালোবাসা দেখে আমাদেরও আগ্রহ বাড়িয়ে দিয়েছেন তিনি। শুধু শুভ নয়, পুরো টিম অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে কাজ করছে। আমরাও অ্যাকশন দৃশ্যগুলোতে ছয়টি ক্যামেরা ব্যবহার করছি। গল্পের প্রয়োজনে সঠিক লোকেশন, অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজ করছি।’

গত ২০ মার্চ ঢাকায় ‘মিশন এক্সট্রিম’ ছবির শুটিং শুরু হয়েছে। চলবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। এখন ঢাকা ও এর আশপাশে সিনেমাটির শুটিং হচ্ছে। পরবর্তী সময়ে দেশের বাইরে শুটিং করা হবে বলে জানিয়েছেন পরিচালক।   চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে বলেও নিশ্চিত করেন তিনি।

সানী বলেন, ‘টানা শুটিং করে কাজটি শেষ করছি আমরা। আশা করি, আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের শুটিং শেষ করতে পারব। আমরা দেশের বাইরে শুটিং করব। আমাদের ইচ্ছে আছে, চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তি দেবো।’ 

বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিমে’ আরিফিন শুভ ছাড়া আরো অভিনয় করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮ জান্নাতুল ফেরদৌস ঐশী, অস্ট্রেলিয়াপ্রবাসী বলিউড অভিনেত্রী সাদিয়া নাবিলা এবং অভিনেতা তাসকিন রহমান। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার।