আইসিসি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। বৃহস্পতিবার ঘোষিত ১৫ সদস্যের এই দলে জায়গা হয়নি দেশটির পেসার মোহাম্মদ আমিরের।
পাকিস্তান শেষবার আইসিসির টুর্নামেন্ট জিতেছিলো ইংল্যান্ডের মাটিতেই। সেবার দলের শিরোপা জয়ে দারুণ ভূমিকা পালন করেছিলেন আমির। কিন্তু এবার আইসিসি বিশ্বকাপের দলেই জায়গা মেলেনি তার।
আমির ছাড়াও দলের জায়গা হয়নি আরেক বাঁ-হাতি পেসার উসমান শিনওয়ারি ও হার্ড হিটার আসিফ আলিও।
বিশ্বকাপ দলে জায়গা না হলেও বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন ২৭ বছর বয়সী এই পেসার। তবে গেল কিছুদিনের পারফর্মেন্স বিচারে তার বিশ্বকাপ দলে জায়গা না পাওয়াটা অনুমিতই ছিল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দারুণ পারফম্যান্সে পর এক দিনের ক্রিকেটে ১০১ ওভার বল করে উইকেট পেয়েছেন মোটে পাঁচটি, গড় ৯২.৬০! এই সময়ে কমপক্ষে ৬০০ বল করা বোলারদের মধ্যে যা সবচেয়ে বাজে।
বিশ্বকাপের জন্য পাকিস্তান দল: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ (ফিটনেস সাপেক্ষে), সরফরাজ আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, জুনাইদ খান, মোহাম্মদ হাসনাইন, হারিস সোহেইল।