ক্রিকেট নিয়ে গান 'বাংলার দামাল ওরা' | Daily Chandni Bazar ক্রিকেট নিয়ে গান 'বাংলার দামাল ওরা' | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯ ১৮:১৩
ক্রিকেট নিয়ে গান 'বাংলার দামাল ওরা'
অনলাইন ডেস্ক

ক্রিকেট নিয়ে গান 'বাংলার দামাল ওরা'

বিশ্বকাপ নিয়ে নতুন গান বাংলার দামাল ওরা। এতে কণ্ঠ দিয়েছেন প্রতিক হাসান এবং র‌্যাপ করেছেন এআর রাজ। গানের কথা ও সুর করেছেন রাজ নিজেই। আর সঙ্গীত আয়োজন করেছেন মুশফিক লিটু।

ইতোমধ্যে গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে অংশ নিয়েছেন টাইগার সোহাগ ও অপূর্ব। ভিডিও পরিচালনা করেছেন এআর রাজ।

রাজ বলেন, আশা করা হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে এটি হবে একটি চমৎকার পরিবেশনা। প্রতিক হাসান গানের ভিডিওতে অংশ নিতে চেয়েছিলেন,  প্রথম ধাপে না পারলেও পরে আমরা তাঁকে ভিডিওতে পেয়েছি । সব মিলিয়ে ভালো হয়েছে।