সেলফি তুলতে গিয়ে নদীর পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার কুলপির নবদ্বীপ এলাকায় এমনটাই ঘটেছে।
জানা গেছে, ওই স্কুলছাত্রের নাম রাজীব দাস (১৭)। সে কলকাতার হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা। তারা ৬ বন্ধু মিলে কুলপির নবদ্বীপে পিকনিকে গিয়েছিল।
অভিযোগ, পিকনিকে গিয়ে তারা মদ্যপান করে। তারপর নদীর পাড়ে বসে সেলফি তুলছিল রাজীব। নেশাগ্রস্ত অবস্থায় এভাবে ছবি তুলতে দেখে ওই কিশোরকে অনেকেই সতর্ক করেন কয়েকজন।
তবে ওই কথা কানেই তোলেনি রাজীব। নিষেধ অমান্য করে ঝুঁকি নিয়ে ছবি তুলতে যায় সে। আর আচমকা পা পিছলে নদীতে পড়ে যায় রাজীব। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে তিন বন্ধু। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়; তলিয়ে যায় রাজীব।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। কলকাতা পুলিশের 'ডিজাস্টার ম্যানেজমেন্ট-এর একটি দলও ঘটনাস্থলে পৌঁছে।