চোট লাগার পরেও আস্থা হারাইনি : রাসেলপত্নী | Daily Chandni Bazar চোট লাগার পরেও আস্থা হারাইনি : রাসেলপত্নী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯ ১৭:৪৯
চোট লাগার পরেও আস্থা হারাইনি : রাসেলপত্নী
অনলাইন ডেস্ক

চোট লাগার পরেও আস্থা হারাইনি : রাসেলপত্নী

গত বুধবার রাতে বাঁ কাঁধের চোটে কাবু হয়ে পড়েছিলেন আন্দ্রে রাসেল। তাই পরদিন অনুশীলনেও আসেননি। হোটেলের ঘরে বিশ্রাম নিয়েছিলেন। এজন্য শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তিনি খেলবেন কি না, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের সংশয় থাকলেও আস্থা হারাননি তাঁর স্ত্রী জাসিম লোরা। তিনি বিশ্বাস করেছিলেন, আন্দ্রে খেলবেন। একশো শতাংশ ফিট হয়েই মাঠে নামবেন। 

আন্দ্রে রাসেল শুক্রবার ইডেনে ২৫ বলে ৬৫ রান করে প্রমাণ করে দিলেন তাঁর কাঁধে বিন্দুমাত্র ব্যাথা নেই। বরং ম্যাচ জেতানোর ক্ষমতা আগের মতোই রয়েছে  রাসেল যখন পরিচিত বিধ্বংসী মেজাজে এগিয়ে চলেছেন, হসপিটালিটি বক্সে তখন চুপ করে দাঁড়িয়ে ছিলেন তাঁর স্ত্রী জাসিম লোরা। হয়তো প্রত্যাশার চাপে। তিনি কি বিশ্বাস করেছিলেন, কাঁধে চোট নিয়েও এমন ইনিংস উপহার দেবেন স্বামী?


হসপিটালিটি বক্স থেকে বেরোনোর সময় রাসেলের স্ত্রী জাসিম বললেন, ‘‘বুধবার রাতে ওর চোট লাগার পরেও আমি আস্থা হারাইনি। বিশ্বাস করেছিলাম রাসেল খেলবে। এর আগেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একই জায়গায় আঘাত পেয়েছিল। তখনও বিশ্বাস করেছিলাম ও খেল‌বে। এ বারও অন্যথা হয়নি।’’

রাসেলের ইনিংসকে কত নম্বর দেবেন জাসিম? তাঁর কথায়, ‘‘রাসেল স্বমহিমায় ছিল। এর থেকে বেশি আর কী-ই বা আশা করতে পারি!’’

অল্প সময়ের মধ্যে কী করে ফিট হলেন রাসেল? জাসিমের উত্তর, ‘‘কাল রাত ২.৩০-এর সময় জিম করতে গিয়েছিল। সেই ভিডিও রয়েছে। যে মানুষটি মাঝরাতে জিম করতে পারে, সে সব করতে পারে। কেকেআরকে ম্যাচ জেতানোর জেদ ওর মধ্যে কাজ করেছিল। তাই দ্রুত সুস্থ হয়ে গিয়েছে,।’’