পৃথিবীর জন্য একজোট হলেন তারকারা | Daily Chandni Bazar পৃথিবীর জন্য একজোট হলেন তারকারা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯ ১৮:০১
পৃথিবীর জন্য একজোট হলেন তারকারা
অনলাইন ডেস্ক

পৃথিবীর জন্য একজোট হলেন তারকারা

জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা তৈরিতে 'আর্থ' (পৃথিবী) নামে একটি গানের ভিডিও প্রকাশ করা হয়েছে। গানটির বড় অংশই অ্যানিমেটেড। এতে কণ্ঠ দিয়েছেন জাস্টিন বিবার, আরিয়ানা গ্রান্ডে, মাইলি সাইরাসসহ প্রধান সারির ৩০ এর বেশি তারকা।

মার্কিন র্যাপার ও কমেডিয়ান লিল ডিকি এই ভিডিওটি প্রকাশ করেছেন। এতে আরও কণ্ঠ দিয়েছেন স্নুপ ডগ, কেভিন হার্ট, ব্রেন্ডন উরি, হেইলি স্টেইনফেল্ড, বিজ খলিফা, কেটি পেরি, এডাম লেভিন, এড শিরান, জন লিজেন্ড, ব্যাকস্ট্রিট ভয়েসসহ অনেকে।

এ ভিডিওর শেষ দিকে দেখা গেছে হলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিবেশ কর্মী লিওনার্দো ডিক্যাপ্রিওকেও। ভিডিও থেকে প্রাপ্ত অর্থ যাবে তার ফাউন্ডেশনে যা পরিবেশের সুরক্ষার কাজে ব্যবহার করা হবে।