শ্রীলংকায় মসজিদে পেট্রোল বোমা হামলা | Daily Chandni Bazar শ্রীলংকায় মসজিদে পেট্রোল বোমা হামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯ ১৮:১৭
শ্রীলংকায় মসজিদে পেট্রোল বোমা হামলা
অনলাইন ডেস্ক

শ্রীলংকায় মসজিদে পেট্রোল বোমা হামলা

শ্রীলংকায় গির্জা ও হোটেলসহ আট জায়গায় প্রাণঘাতী বোমা হামলার পর মসজিদে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এছাড়া মুসলিম মালিকানাধীন দুটি দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ জানিয়েছে, রবিবার (২১ এপ্রিল) রাতে মসজিদে হামলার এ ঘটনা ঘটে। তবে  এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, রবিবার ইস্টার সানডেতে চার গির্জা, তিন হোটেল ও এক বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হন ২৯০ জন। আহত হন পাঁচ শতাধিক। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কে বা কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। হামলায় নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন বিদেশি রয়েছেন।

হামলার পর দেশজুড়ে জারি করা হয়েছিল কারফিউ। তবে তা সোমবার (২২ এপ্রিল) তুলে নেওয়া হয়েছে। এছাড়া, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে প্রধান সব সামাজিক যোগাযোগ মাধ্যম।

এদিকে, শ্রীলংকা পুলিশ জানিয়েছে, রবিবার দিনের শেষের দিকে রাজধানী কলম্বোর প্রধান বিমানবন্দরের নিকটে একটি পাইপ বোমা নিষ্ক্রিয় করেছে দেশটির বিমানবাহিনী। ধারণা করা হয়, এই বোমাটি দিয়ে নবম হামলার পরিকল্পনা ছিল হামলাকারীদের।