শ্রীলঙ্কা ফেসবুক বন্ধ করায় পরস্পর বিচ্ছিন্ন বহু স্বজন | Daily Chandni Bazar শ্রীলঙ্কা ফেসবুক বন্ধ করায় পরস্পর বিচ্ছিন্ন বহু স্বজন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯ ১৮:১৮
শ্রীলঙ্কা ফেসবুক বন্ধ করায় পরস্পর বিচ্ছিন্ন বহু স্বজন
অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কা ফেসবুক বন্ধ করায় পরস্পর বিচ্ছিন্ন বহু স্বজন

শ্রীলঙ্কায় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করায় পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু স্বজন।এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফেসবুক।

এক বিবৃতিতে ফেসবুক বলেছে, সার্ভিস বন্ধ থাকায় দেশটিতে বোমা হামলায় নিহতদের প্রতি ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করতে পারছেন না স্বজনরা।

গতকাল রবিবার দেশটির তিন গির্জা ও তিন হোটেলসহ মোট আটটি স্থানে বোমা হামলা হয়। এতে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ২৯০ জন নিহত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানটি বলেছে, ফেসবুক এবং এর সংশ্লিষ্ট পরিষেবা বন্ধে শ্রীলঙ্কা সরকারের প্রচেষ্টা সত্ত্বেও তাঁরা সেদেশে তাঁদের সার্ভিস প্রদান অব্যাহত রাখবেন। এ ছাড়া প্রতিষ্ঠানটি সেদেশে ভুল তথ্য ছড়িয়ে নতুন করে সহিংসতার হুমকি মোকাবিলার চেষ্টা চালিয়ে যাবে।

ফেসবুকের একজন মুখপাত্র বলেন, 'শ্রীলঙ্কায় সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িক বন্ধে সেদেশের সরকারের বিবৃতি বিষয়ে ফেসবুক সচেতন।

তিনি বলেন, 'প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে মানুষ আমাদের সার্ভিসের ওপর নির্ভর করে। দেশটির এই দুর্দিনে শ্রীলঙ্কা ও সেদেশের কমিউনিটিকে সহযোগিতায় আমরা সার্ভিস প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।'

রবিবার শ্রীলঙ্কায় বোমা হামলার পর সব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয় সেদেশের সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সরকার সব সামাজিক যোগাযোগ মাধ্যম অস্থায়ীভাবে বন্ধ রাখার পদক্ষেপ নিয়েছে।' 

সূত্র: দি এইজ