মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৬৭ | Daily Chandni Bazar মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৬৭ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯ ১৮:২৯
মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৬৭
অনলাইন ডেস্ক

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৬৭

রাজধানীতে মাদকদ্রব্য সংক্রান্ত নানা অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রবিবার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিন হাজার ৭৩টি ইয়াবা, ১৪৭৫ পুরিয়া হেরোইন, কিছু গাঁজা ও ১১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।