নিজের শরীরে আগুন দেয়া শাহিনুর আর নেই | Daily Chandni Bazar নিজের শরীরে আগুন দেয়া শাহিনুর আর নেই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯ ১৮:৩০
নিজের শরীরে আগুন দেয়া শাহিনুর আর নেই
অনলাইন ডেস্ক

নিজের শরীরে আগুন দেয়া শাহিনুর আর নেই

বিয়ের দাবিতে নিজের শরীরে আগুন দেয়া লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার শাহিনুর আক্তার (২৪) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, শাহিনুরের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে রবিবার তাকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহিনুর চট্টগ্রামের রাউজান উপজেলার সোনাগাজী গ্রামের জাফর আলমের মেয়ে।