শাহজালাল বিমানবন্দর থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার | Daily Chandni Bazar শাহজালাল বিমানবন্দর থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯ ১৮:৩০
শাহজালাল বিমানবন্দর থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
অনলাইন ডেস্ক

শাহজালাল বিমানবন্দর থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

রাজধানীর হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে চারটি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় চার কেজি বলে জানা গেছে।

গতকাল রবিবার দিবাগত রাত ১টার দিকে বিমানবন্দরের ৮নং বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত ওই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানা গেছে।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী স্বর্ণ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮নং বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্বর্ণ চোরাচালানের পেছনে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি কর্তৃপক্ষ।