প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯ ২১:৫৪
‘ঋণ খেলাপিরা টাকা নিয়ে বিদেশে সেকেন্ড হোম গড়ছে’
অনলাইন ডেস্ক
ঋণ খেলাপিরা কোটি কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করে বিদেশে পাচার করে, সেকেন্ড হোম গড়ে তুলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
সোমবার (২২ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে কমরেড লেনিনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। সাধারণ মানুষের জন্য পেনশন স্কিম চালু করতে সরকারের প্রতি আহবান জানান মেনন।
তিনি বলেন, গরিব কৃষকরা ঋণ নেয়, সেই ঋণের পরিমাণ ১০ থেকে ১২ হাজার টাকা। যখন সেই ঋণ ফেরত দিতে পারে না তখন ঋণ সার্টিফিকেট হিসেবে তাদের হাতকড়া পরিয়ে জেলে নিয়ে যাওয়া হয়।