ডাবল সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন সৌম্য | Daily Chandni Bazar ডাবল সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন সৌম্য | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯ ১৭:৪১
ডাবল সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন সৌম্য
অনলাইন ডেস্ক

ডাবল সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন সৌম্য

লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন সৌম্য সরকার। ১৪৯ বলে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান তিনি। সর্বোচ্চ ইনিংস খেলার পথে টপকে গেছেন রকিবুল হাসানকে।

মঙ্গলবার ঢাকা লিগে শেখ জামালের বিপক্ষে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন আবাহনীর এই ওপেনার। 

আবাহনীকে চ্যাম্পিয়ন বানিয়ে পরে ১৫৩ বলে ২০৮ রান করে অপরাজিত দেশের এ ওপেনার। ১৪ চার আর ১৬ ছক্কা। লিস্ট-এ ক্রিকেটে যা কোনো বাংলাদেশির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

 

ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে ফর্মে ফিরলেন সৌম্য সরকার। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন তিনি।

এর আগে ২০১৭ সালে ঘরোয়া ক্রিকেটে আবাহনীর বিপক্ষে সর্বোচ্চ ১৯০ রানের ইনিংস খেলেন মোহামেডানের তারকা ক্রিকেটার রকিবুল হাসান।

বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য। এবার ৭৮ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন তিনি।

শেখ জামাল ধানমন্ডির দেওয়া ৩১৮ রানের লক্ষ্য ১৮ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে আবাহনী লিমিটেড। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। 

এর আগে রবিবার বিকেএসপিতেই লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শতক (১০৬) ছুঁয়েছিলেন ৭১ বলে। শতকের আগে ১১ ম্যাচে করেছিলেন ১৯৭ রান। সেখানে শেষ দুটি ইনিংসেই তা ছাড়িয়ে গেলেন টাইগার বাঁহাতি ওপেনার।