'বাংলাদেশে সন্ত্রাসী বা জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই' | Daily Chandni Bazar 'বাংলাদেশে সন্ত্রাসী বা জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই' | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯ ১৭:৪৪
'বাংলাদেশে সন্ত্রাসী বা জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই'
অনলাইন ডেস্ক

'বাংলাদেশে সন্ত্রাসী বা জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই'

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শ্রীলঙ্কার মতো বাংলাদেশে সন্ত্রাসী বা জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। কারণ, গোয়েন্দাসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থাগুলো বেশ তৎপর রয়েছে। ফলে এ নিয়ে ভীতি বা কোনো ধরনের শঙ্কার কারণ নেই। তিনি আরো বলেন, অতীতে একবার এ দেশে হামলার চেষ্টা হয়েছিল। কিন্তু সরকারের সময়োচিত হস্তক্ষেপে তা ভণ্ডুল হয়। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৯ উদ্বোধন উপলক্ষে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি আরো বলেন, বাংলাদেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদের কোনো স্থান নেই। 

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. মাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগ সভাপতি, পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক শেখ আবদুল মোতালেব, ব্যবসায়ী নেতা সুভাষ চন্দ্র রায়, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ডা. এ কিউ এম রুহুল আমিন প্রমুখ।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা জানিয়েছে, এবারের প্রিমিয়ার লিগে মোট ৮টি দল অংশ নিয়েছে।